কেন অভিনয় থেকে বিরতি নেবেন আমির, জেনে নিন
আর কত? এবার একটু জিরিয়ে নেয়া যাক। বলিউড অভিনেতা মিস্টার পারফেকশনিস্ট আমির খান জানালেন, অভিনয় থেকে এবার বিরতি নেবেন। সময় দেবেন পরিবারকে। দীর্ঘ ক্যারিয়ারে পরিবারের সঙ্গে বড্ড অবিচার করা হয়েছে। শুধু তাই নয়, তিনি যে মিস্টার পারফেকশনিস্ট। গত কয়েক বছর ধরে বক্স অফিসে তার ছবি খুব একটা সুবিধা…